ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে আজহারী মাহফিল হবে দিনে

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে আজহারী মাহফিল হবে দিনে

জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২২ ফেব্রুয়ারি (শনিবার) চাঁপাইনবাবগঞ্জে আসছেন বলে এক বার্তায় জানিয়েছেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে মাহফিলের বিষয়টি ঘোষণা দেন তিনি। ওই দিন সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন আম বাগান মাঠে জাবালুন নুর ফাউন্ডেশন আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির। তবে আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে বিধায় আগত দর্শক-শ্রোতাদের শৃংখলভাবে মাহফিলে আসার অনুরোধ জানান আয়োজকরা।

এ বিষয়ে জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু জার গিফারী জানান, প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামী স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী ফেব্রুয়ারী মাসের ২২ তারিখ শনিবার চাঁপাইনবাবগঞ্জে তাফসির মাহফিলে আসতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আর তাই মাহফিলে আগত দর্শক-শ্রোতাদের শৃংখলার সহিত মাহফিলে আসার অনুরোধ জানিয়ে তাফসিরুল কোরআন মাহফিল ভালোভাবে সম্পন্ন করার জন্য সবার কাছে একান্তভাবে সহযোগিতা কামনা করেছেন।

তিনি আরও বলেন, মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে এবং হাজার হাজার গাড়ি আমাদের জেলা শহরে প্রবেশ করবে। সেই কথা চিন্তা করে মাহফিলের জায়গা পৌর এলাকা থেকে সরিয়ে মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন আম বাগান মাঠে ঠিক করা হয়েছে। তাই আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখা কোনোক্রমেই সম্ভব নয়। এ জন্য সাধারণ জনগণের সব ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন বলে তিনি লাইভে বলেন। এছাড়াও তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত মা ও বোনদের সুশৃংখলভাবে বসার ব্যবস্থা করা হবে এবং তাদেরও উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু জার গিফারী।

এ সময় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল আলীম, নবাবগঞ্জ কামিল মাদরাসার মুফাসসির মাওলানা আব্দুল মাতিন ও মাওলানা মহাসিন, ইসলামী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ম্যানেজার আবু সাইদ, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আরএমও আব্দুস সামাদ, কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের মাঠে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হবে। মাহফিলে মিজানুর রহমান আজাহারী ছাড়াও অন্যান্য বিশিষ্ট আলেমগণ আলোচনা পেশ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে আজহারী মাহফিল হবে দিনে

আপডেট সময় : ০৩:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে আজহারী মাহফিল হবে দিনে

জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২২ ফেব্রুয়ারি (শনিবার) চাঁপাইনবাবগঞ্জে আসছেন বলে এক বার্তায় জানিয়েছেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে মাহফিলের বিষয়টি ঘোষণা দেন তিনি। ওই দিন সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন আম বাগান মাঠে জাবালুন নুর ফাউন্ডেশন আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির। তবে আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে বিধায় আগত দর্শক-শ্রোতাদের শৃংখলভাবে মাহফিলে আসার অনুরোধ জানান আয়োজকরা।

এ বিষয়ে জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু জার গিফারী জানান, প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামী স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী ফেব্রুয়ারী মাসের ২২ তারিখ শনিবার চাঁপাইনবাবগঞ্জে তাফসির মাহফিলে আসতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আর তাই মাহফিলে আগত দর্শক-শ্রোতাদের শৃংখলার সহিত মাহফিলে আসার অনুরোধ জানিয়ে তাফসিরুল কোরআন মাহফিল ভালোভাবে সম্পন্ন করার জন্য সবার কাছে একান্তভাবে সহযোগিতা কামনা করেছেন।

তিনি আরও বলেন, মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে এবং হাজার হাজার গাড়ি আমাদের জেলা শহরে প্রবেশ করবে। সেই কথা চিন্তা করে মাহফিলের জায়গা পৌর এলাকা থেকে সরিয়ে মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন আম বাগান মাঠে ঠিক করা হয়েছে। তাই আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখা কোনোক্রমেই সম্ভব নয়। এ জন্য সাধারণ জনগণের সব ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন বলে তিনি লাইভে বলেন। এছাড়াও তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত মা ও বোনদের সুশৃংখলভাবে বসার ব্যবস্থা করা হবে এবং তাদেরও উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু জার গিফারী।

এ সময় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল আলীম, নবাবগঞ্জ কামিল মাদরাসার মুফাসসির মাওলানা আব্দুল মাতিন ও মাওলানা মহাসিন, ইসলামী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ম্যানেজার আবু সাইদ, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আরএমও আব্দুস সামাদ, কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের মাঠে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হবে। মাহফিলে মিজানুর রহমান আজাহারী ছাড়াও অন্যান্য বিশিষ্ট আলেমগণ আলোচনা পেশ করবেন।