চাঁদাবাজির অভিযোগে নলডাঙ্গার কৃষকদলের নেতা বাবলা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
চাঁদাবাজির অভিযোগে নলডাঙ্গার কৃষকদলের নেতা বাবলা গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক বাবলা হাসান কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলীর চাঁদাবাজির মামলা দায়ের করার পর রাতে বাড়ি থেকে বাবলা হাসান কে গ্রেপ্তার করে। বৃস্পতিবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নাটোর আমলী আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তারকৃত বাবলা হাসান নলডাঙ্গা গ্রামের শাহাদত আলীর ছেলে ও উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক।
নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়,নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলীর কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবী করে ভয়ভীতি দেখিয়ে আসছিল। এর মধ্য পাট ব্যবসায়ী চাঁদার ৫ হাজার ২০০ টাকা দেয় কৃষকদলের নেতা বাবলা হাসানকে। পরে বাকী চাঁদার টাকা আদায়ে চাপ দিলে বুধবার পাট ব্যবসায়ী বাদী হয়ে মামলা দায়ের করেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে কৃষকদলের নেতাকে গ্রেপ্তার করে বৃস্পতিবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর বাবলা হাসান কে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আরেকজন আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।