চরফ্যাশনে ২ নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৯:৪৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ ২০৭ বার পড়া হয়েছে
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশনে ৮শ পিচ ইয়াবা সহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার রাত ১১টার সময় পৌর সভার ৫নং ওয়ার্ড শরীফপাড়া একটি ভবনের রুম থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন মোঃ লিটন (৩৩), বিবি রহিমা (৩০) মোসাঃ ছালেহা বেগম (৪০)। এসময় ইয়াবা বিক্রির নগদ ৪৪ হাজার টাকা সহ একটি মটর সাইকেল জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার এসআই রাসেল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সোমবার (১৫ নভেম্বর) রাত ১১টার সময় চরফ্যাশন পৌরসভা ৫নং ওয়াডস্থ শরীফপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে বিসমিল্লাহ ভবনের ২য় তলায় ভাড়াটিয়ার রুম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মুলহোতা মাদক ব্যবসায়ী আসামি আশরাফুল আলম দীপুকে আটক করতে ব্যর্থ হয়।
চরফ্যাশন থানার ওসি মনির মিয়া জানান, দীপুর বিরুদ্ধে ২টি মাদক মামলায় গ্রেপ্তারী পরোয়নাও রয়েছে।
এ ব্যাপারে এসআই ( সাবইন্সপেক্টর) রাসেল বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে বুধবার মামলা ৭ রুজু করে ধৃত ৩ জনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।