চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পরিদর্শন
- আপডেট সময় : ০২:৪১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ ১৭৬ বার পড়া হয়েছে
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি রাঙামাটিঃ
রাঙামাটি জেলার কাপ্তাই এবং চন্দ্রঘোনা থানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)।
বৃহস্পতিবার সকালে তিনি প্রথমে চন্দ্রঘোনা থানা পরিদর্শনে গেলে তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।
পরে চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে থানার একটি চৌকস দল অতিথিকে সম্মান জানিয়ে পরিদর্শন সালামী প্রদর্শন করেন। এসময় রাজস্থলী সার্কেল অফিসার মোঃ আবু ছালেহ, কাপ্তাই সার্কেল অফিসার রওশন আরা রব উপস্থিত ছিলেন।
পরে তিনি কাপ্তাই থানা পরিদর্শন করেন। এসময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব তাকে ফুলেল শুভেচ্ছা মাধ্যমে স্বাগত জানান এবং কাপ্তাই থানার ওসি মো: নাসির উদ্দীনের নেতৃত্বে অতিথির সম্মানে সালাম প্রদর্শন করা হয়। এসময় কাপ্তাই থানার ওসি (তদন্ত) আক্তার হোসেন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।