ঘাস কাটার হাসুয়ার আঘাতে মৃত্যু হয় শিশু বাবলী’র; বস্তাবন্দি লাশ উদ্ধার!
- আপডেট সময় : ০৭:৩৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ ৭৬২ বার পড়া হয়েছে
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে নিখোঁজ হওয়া বাবলী (৬) নামে এক শিশুর বস্তাবন্দী মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রসহ তার বাবাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ অক্টোবর) সকালে লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার মনি মাষ্টারের ধানের জমি থেকে বস্তাবন্দি শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু উপজেলার আব্দুলপুর কদমতলা গ্রামের বাবু কুলির মেয়ে।
আটককৃতরা হল, একই গ্রামের সাইদুল ইসলাম ও তার স্কুল পড়ুয়া ছেলে ইলিয়াস হোসেন ঈমন।
উল্লেখ্য গত ১৯ অক্টোবর দুপুর থেকে বাবলী নিখোঁজ ছিল।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, ঈমনের ভাষ্যমতে ১৯ অক্টোবর সকালে হাসুয়া দিয়ে ঘাস কাটার সময় বাবলী তাকে বার বার বিরক্ত করায় সে হাসুয়া ছুড়লে সেটির আঘাতে তার (বাবলীর) মৃত্যু হয়। এ সময় সে তার বাবাকে সাথে নিয়ে বাবলীর লাশটি বস্তাবন্দি করে ধান ক্ষেতে ফেলে রাখে।
আজ শনিবার সকালে ওই ধান ক্ষেতে বাবলীর বস্তা বন্দি লাশ পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।