সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ধান খেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ৪০ বার পড়া হয়েছে
গোদাগাড়ীতে ধান খেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
গোদাগাড়ীতে ধান খেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেওপাড়া ইউনিয়নের ডাইংপাড়া এলাকায় ধান খেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৪ মার্চ) দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এলাকাবাসী ধান খেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, তাৎক্ষনিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে লাশের পরনে শুধু লঙ্গি ছিল। কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্ত চলছে।