ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গোদাগাড়িতে জমিতে পানি না পেয়ে দুই আদিবাসি কৃষকের বিষপান, একজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ৩৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়িতে জমিতে পানি না পেয়ে দুই আদিবাসি কৃষকের বিষপান, একজনের মৃত্যু

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
গোদাগাড়িতে জমিতে পানি না পেয়ে দুই আদিবাসি কৃষকের বিষপান, একজনের মৃত্যু। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধানের জমিতে পানি না পাওয়ায় রাগ-অভিমানে দুই আদিবাসী কৃষক বিষপান করে।

এতে অভিনাথ মার্ডি (৩০) মারা যায় ও তার চাচাতো ভাই রবি মার্ডি (৩২) রামেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বিষপানে নিহত অভিনাথ মার্ডি উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাইবটতলা নিমঘুটু গ্রামের বাবু চাঁদ মার্ডির ছেলে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত অভিনাথ মার্ডি ঈশ্বরীপুর মাঠে ধানের জমিতে পানি দেওয়ার জন্য ডিপের ড্রাইভার শাখাওয়াতের কাছে ১২-১৪ দিন থেকে ঘুরতে থাকে কিন্তু পানির জন্য সিরিয়াল দেওয়া হয় না। এরই মাধ্যে জমির পানি শুকিয়ে ধানি জমি সাদা হতে থাকে।

বুধবার (২৩ মার্চ) বিকেলে পুনরায় ডিপের ড্রাইভার কে পানির জন্য বললে পানি না পেয়ে রাগ-অভিমানে অভিনাথ মার্ডি ও রবি মার্ডি বিষ পান করে। ডিপের ড্রাইভার সেখানে বিষপানের কথা জানলে তাদের উদ্ধার করে অভিনাথ মার্ডির চাচাতো ভাই বাপ্পির ভ্যান গাড়ীতে উঠিয়ে দিলে বাড়ী নিয়ে যায়। পরে রাত ৯ টার দিকে অভিনার্থ মার্ডি মার যায়। অপর দিকে রবি মার্ডিকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ডিপের ড্রাইভার শাখাওয়াতের সাথে জানতে চাওয়া হলে তিনি বলেন, পানি দেয়নি একথা সত্য নয়। দুদিন আগেই পানি দিয়েছি। এটা তদন্ত করলেই পাওয়া যাবে। তবে তারা অতিরিক্ত চুয়ানি খেয়েছে বলে দাবি করেন ড্রাইভার শাখাওয়াত হোসেন।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আমিও সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তদন্ত করে পরে বিস্তারিত জানাবো বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোদাগাড়িতে জমিতে পানি না পেয়ে দুই আদিবাসি কৃষকের বিষপান, একজনের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

গোদাগাড়িতে জমিতে পানি না পেয়ে দুই আদিবাসি কৃষকের বিষপান, একজনের মৃত্যু

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
গোদাগাড়িতে জমিতে পানি না পেয়ে দুই আদিবাসি কৃষকের বিষপান, একজনের মৃত্যু। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধানের জমিতে পানি না পাওয়ায় রাগ-অভিমানে দুই আদিবাসী কৃষক বিষপান করে।

এতে অভিনাথ মার্ডি (৩০) মারা যায় ও তার চাচাতো ভাই রবি মার্ডি (৩২) রামেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বিষপানে নিহত অভিনাথ মার্ডি উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাইবটতলা নিমঘুটু গ্রামের বাবু চাঁদ মার্ডির ছেলে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত অভিনাথ মার্ডি ঈশ্বরীপুর মাঠে ধানের জমিতে পানি দেওয়ার জন্য ডিপের ড্রাইভার শাখাওয়াতের কাছে ১২-১৪ দিন থেকে ঘুরতে থাকে কিন্তু পানির জন্য সিরিয়াল দেওয়া হয় না। এরই মাধ্যে জমির পানি শুকিয়ে ধানি জমি সাদা হতে থাকে।

বুধবার (২৩ মার্চ) বিকেলে পুনরায় ডিপের ড্রাইভার কে পানির জন্য বললে পানি না পেয়ে রাগ-অভিমানে অভিনাথ মার্ডি ও রবি মার্ডি বিষ পান করে। ডিপের ড্রাইভার সেখানে বিষপানের কথা জানলে তাদের উদ্ধার করে অভিনাথ মার্ডির চাচাতো ভাই বাপ্পির ভ্যান গাড়ীতে উঠিয়ে দিলে বাড়ী নিয়ে যায়। পরে রাত ৯ টার দিকে অভিনার্থ মার্ডি মার যায়। অপর দিকে রবি মার্ডিকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ডিপের ড্রাইভার শাখাওয়াতের সাথে জানতে চাওয়া হলে তিনি বলেন, পানি দেয়নি একথা সত্য নয়। দুদিন আগেই পানি দিয়েছি। এটা তদন্ত করলেই পাওয়া যাবে। তবে তারা অতিরিক্ত চুয়ানি খেয়েছে বলে দাবি করেন ড্রাইভার শাখাওয়াত হোসেন।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আমিও সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তদন্ত করে পরে বিস্তারিত জানাবো বলে জানান।