গোদাগাড়ীতে ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা
- আপডেট সময় : ০৪:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
গোদাগাড়ীতে ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা
রাজশাহীর গোদাগাড়ীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্র্যাক তাদের অগ্নি অ্যাওয়ারনেস, অ্যাকশান অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন্স অ্যান্ড গার্লস’ প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোমেনুল ইসলাম,উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ রিপা রানী দাস,উপজেলা মহিলা বিয়ষক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার শারমিন সুলতানা, তথ্যসেবা কর্মকর্তা ফৌজিয়া আক্তার প্রমূখ।
সভায় অগ্নি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মিতা সরকার সার্ভিস ম্যাপিংয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, এ প্রকল্প স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, ডিজিটাল প্লাটফরম, স্থানীয় কমিউনিটিতে হয়রানি ও জেন্ডার যৌনভিত্তিক প্রতিরোধে গণসচেতনতা তৈরি করে।
এ সময় উপস্থিত ছিলেন, অগ্নি প্রকল্পের ইজাজ আহমেদ চৌধুরী,ভলন্টিয়ার রুবিনা খাতুন,বিউটি ও সিএসও শ্রাবণী খাতুন প্রমূখ।