গোদাগাড়ীতে ফুটবলের ভেতর থেকে দুই কেজি হেরোইন উদ্ধার

- আপডেট সময় : ০২:১২:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
গোদাগাড়ীতে ফুটবলের ভেতর থেকে দুই কেজি হেরোইন উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত জমিতে পড়ে থাকা একটি ফুটবল থেকে দুই কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। শনিবার রাত ৯টার দিকে গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরমোংলা গ্রামের পরিত্যক্ত জমিতে পড়ে থাকা একটি ফুটবল থেকে হেরোইন উদ্ধার করা হয়। রোববার (২৭ অক্টোবর) সকালে র্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ জানতে পাড়ে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। এমন সংবাদে র্যাব পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই এলাকায় নজরদারি বৃদ্ধি করে। এতে মাদক কারবারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গোদাগাড়ী পৌর এলাকার চরমোংলা গ্রামের একটি পরিত্যক্ত জমিতে একটি ফুটবল ফেলে পালিয়ে যায়। র্যাবের সন্দেহ হলে ফেলে যাওয়া ফুটবলটি উদ্ধার করে তার ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাবের একটি দল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত হিরোইনের মূল্য প্রায় দুই কোটি ১০ লাখ টাকা। পরে উদ্ধার করা আলামত ও হিরোইন রাজশাহীর গোদাগাড়ী থানায় হস্তান্তর ও একটি জিডি করা হয়। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।