গুরুদাসপুরে ২৪কেজি রুপা ও ভারতীয় রুপীসহ দুইজন আটক
- আপডেট সময় : ০৪:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
গুরুদাসপুরে ২৪কেজি রুপা ও ভারতীয় রুপীসহ দুইজন আটক
নাটোর প্রতিনিধিঃ
গুরুদাসপুরে ২৪কেজি রুপা ও ভারতীয় রুপীসহ দুইজন আটক। নাটোররে গুরুদাসপুর থেকে ১ লাখ ৭০ হাজার ৫শ ভারতীয় রুপী ও ২৪ কেজি রুপা সহ দুই জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
শনিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লি গ্রামের ছামছুল ইসলামের ছেলে মকলছেুর রহমান (৩২) ও গাইবান্ধা জেলার সদর উপজলোর বানিয়ারজান গ্রামের মৃত ফজলুল হকের ছেলে নাজমুল হক (৩৪)।
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধদিপ্তরের উপ পরর্দিশক মতিয়ার রহমান জানান, আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদরে ভিত্তিতে কাছিকাটা টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে সন্দেহভাজন ঢাকা মেট্রো গ ২৭-৫৪৩৪ নং এর সাদা রংয়ের একটি প্রাইভেট কার তল্লাশী করে ২৪ কেজি ৩৫০ গ্রাম রুপা এবং ১ লাখ ৭০ হাজার ৫শ ভারতীয় রুপী সহ মকলছেুর রহমান ও নাজমুল হ কে আটক করা হয়। পরে প্রাইভেট কারটি জব্দ করা হয়। প্রাইভেটকারটি ঢাকার দিকে যাচ্ছিল। এব্যাপারে গুরুদাসপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।