গুরুদাসপুরে রাশেদ-নিলু, ফাউন্ডেশনের উদ্যগে মেধাবীদের বৃত্তি প্রদান
- আপডেট সময় : ০২:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
গুরুদাসপুরে রাশেদ-নিলু, ফাউন্ডেশনের উদ্যগে মেধাবীদের বৃত্তি প্রদান
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজে আজ (৩০ ডিসেম্বর ২০২৪) বার্ষিক ফলাফল ঘোষণা ও রাশেদ নিলু ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গুরুদাসপুর পৌর মেয়র এবং পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু। সভাপতিত্ব করেন চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আফসার আলী।
রাশেদ নিলু ফাউন্ডেশনের পরিচালক রুবেল আহমেদ, মুজাহিদুল ইসলাম, এবং অর্থ উপদেষ্টা অনামিকা হকও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী রাশিদুল ইসলাম এবং উপদেষ্টা নিলুফার ইয়াসমিন।
রাশেদ নিলু ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা দেশের মেধাবী এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এ ছাড়াও, তারা মসজিদ, মাদ্রাসা এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন খাতে আর্থিক সহায়তা দিয়ে আসছে। আজকের অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকারী ১০ জনকে ২,৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের শিক্ষাজীবনে আরও অগ্রগতির পথ সুগম করতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে উপস্থিত অতিথিরা মন্তব্য করেন।