গুরুদাসপুরে যুবলীগের হামলায় পৌর ছাত্রদল নেতাসহ আহত-১১

- আপডেট সময় : ০৮:১৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
গুরুদাসপুরে যুবলীগের হামলায় পৌর ছাত্রদল নেতাসহ আহত-১১
নাটোরের গুরুদাসপুরে যুবলীগ কর্মীদের হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল আহমেদসহ বিএনপির অন্তত ১১ নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০ টার দিকে নিয়ে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর জোরপূর্বক বিএনপি সমর্থিত চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে ৩০ বস্তা চাল নেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর রিজভী টাকা দাবি করে আসছিলেন। এর জেরে বুধবার রাকিবকে মারপিট করে আলমগীর। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করে রাকিব। এতে ক্ষুদ্ধ হয়ে যুবলীগ নেতা আলমগীর শুক্রবার রাত ১০ টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়ায় চালের আড়তে গিয়ে পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল আহমেদ, রাকিব ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঘটনার পর বিক্ষুদ্ধ বিএনপি নেতা কর্মীরা রাস্তায় নেমে আসে।
গুরুদাসপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।