গুরুদাসপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মহসিন জিল্লুর করিমের আগমন, পথসভায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান
- আপডেট সময় : ০৪:৫৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
গুরুদাসপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মহসিন জিল্লুর করিমের আগমন, পথসভায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান
নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম ১০ জানুয়ারী শুক্রবার বিকেল সাড়ে চারটায় এক পথসভায় অংশ নেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি দলীয় নেতাকর্মীদের অনুপ্রবেশকারীদের ষড়যন্ত্রের শিকার না হওয়ার পরামর্শ দেন এবং সতর্ক করে বলেন, বিভেদ সৃষ্টি হলে দলের ক্ষতি হবে।
ডা. মহসিন জিল্লুর করিম আরও বলেন, “ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ। তার পাশে থাকলে এলাকার জনসাধারণ কখনো ঠকবে না।” তিনি নেতাকর্মীদের ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামালের পাশে থাকার নির্দেশ দেন।
পথসভায় সভাপতিত্ব করেন নাটোর-৪ আসনের মেহনতি মানুষের নেতা প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। সভাটি জনসভায় রূপ নেয় এবং গুরুদাসপুর-বড়াইগ্রাম এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনসাধারণ এতে অংশ নেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই পথসভা নিয়ে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। নেতাকর্মীরা মনে করেন, এ ধরনের ঐক্যবদ্ধ বার্তা দলকে আরও সুসংগঠিত করতে সহায়তা করবে।