গুরুদাসপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপিত
- আপডেট সময় : ০৩:০২:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
গুরুদাসপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপিত
নাটোরের গুরুদাসপুর উপজেলায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে এ আয়োজনের উদ্ভোদন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারুণ্যের শক্তি ও সমাজ উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, পিআইও আমিরুর ইসলাম ও সিনিয়র মৎস্য অফিসার রতন চন্দ্র সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আলী এবং কৃষি অফিসার হারুনর রশীদ প্রমূখ।
তরুণদের উদ্দীপনা ও উচ্ছ্বাসে মুখর এই আয়োজনে সমাজসেবক আব্দুস সালাম রনিসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা তারুণ্যের ইতিবাচক ভূমিকার মাধ্যমে দেশ ও পৃথিবী বদলানোর প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।