গুরুদাসপুরে জিয়া’র শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

- আপডেট সময় : ০৪:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে
গুরুদাসপুরে জিয়া’র শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গুরুদাসপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেল ৫টায় সাবেক এমপি মরহুম মোজাম্মেল হকের বাগানবাড়িতে এ আয়োজন সম্পন্ন হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) এর মনোনয়ন প্রত্যাশী প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্জ মো. আমজাদ হোসেন- গুরুদাসপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান এবং গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন সরদার,সাবেক সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ, গুরুদাসপুর পৌর বিএনপির সিনিয়র সাবেক সহ-সভাপতি নাজমুল করিম নজু, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল হক (চাপিলা ইউনিয়ন) এবং গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজাউদ্দৌলা সুজন।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, অবদান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।