গুরুদাসপুরে কলেজের সম্পত্তি ফিরে পেতে সাবেক এমপির ভাতিজার বিরুদ্ধে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:১৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
গুরুদাসপুরে কলেজের সম্পত্তি ফিরে পেতে সাবেক এমপির ভাতিজার বিরুদ্ধে মানববন্ধন
নাটোরের গুরুদাসপুরে সাবেক এমপি আব্দুল কুদ্দুসের ভাতিজা শ্যামল আলীর অবৈধভাবে দখলকৃত কলেজের সম্পত্তি ফিরে পেতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার (২ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার বিলসা বহুমুখি উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের সামনে এই কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী আসিফ আহমেদ, তারেক রহমান, লিখন সরকার, এলাকাবাসী হায়দার আলী সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সাবেক এমপি ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল কুদ্দুসের ভাতিজা শ্যামল আলী বিলসা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের পুরাতন ভবন অবৈধভাবে দখল করে গ্যারেজ ও ৬টি দোকান ঘর নির্মান করেছেন। সেগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে সেখান থেকে বড় অংকের অর্থ আদায় করছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি হওয়া সত্বেও প্রতিষ্ঠান বঞ্চিত হচ্ছে। ক্ষমতার দাপটে বছরের পর বছর অবৈধভাবে দখল করে রাখা সস্পর্তি ফিরিয়ে আনতে তারা এই কর্মসুচি পালন করছে। তাদের বৈধ সম্পর্ত্তি দ্রুত ফিরে না পেলে আগামিতে কঠোর কর্মসুচি করে তা ফিরিয়ে আনা হবে। সেই সাথে অবৈধ দখলদার শ্যামল আলীর বিচার দাবী করেন বক্তারা।