গুরুদাসপুরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ; একজন গুলিবিদ্ধ সহ আহত ৪
- আপডেট সময় : ০৭:০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২ ৬৯ বার পড়া হয়েছে
গুরুদাসপুরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ; একজন গুলিবিদ্ধ সহ আহত ৪
নাটোর প্রতিনিধিঃ
গুরুদাসপুরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ; একজন গুলিবিদ্ধ সহ আহত ৪।
নাটোরের গুরুদাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের খাকড়াদহ এলাকায় এই ঘটনা ঘটে। রিপন সরকার নামে গুলিবিদ্ধ একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস আহতদের দেখতে হাসপাতালে যান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও স্থানীয়রা জানান, খাকড়াদহ এলাকার আওয়ামী লীগ সমর্থক রিপন সরকার ও হাবিব মন্ডলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাত ৮টার দিকে উভয় গ্রুপ দেশীয় সহ আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলি বর্ষনের ঘটনা ঘটে। এ সময় রিপন সরকার গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের আরো ৪ জন আহত হয়।
আহতদের মধ্যে রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।