গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত সাকিবের লাশ রাজশাহীতে দাফন
- আপডেট সময় : ১১:২৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত সাকিবের লাশ রাজশাহীতে দাফন
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মৃত আইইউটির শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারীপুরে দাফন করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টায় নামাজে জানাজায় অংশ নেন সহপাঠী, বন্ধু, স্বজনসহ গ্রামের হাজারখানেক মানুষ।
তারা বলছেন, পিকনিক গিয়ে এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই ঘটনায় যার যার অবহেলা ও গাফিলতি তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এভাবে যেন আর কোনো বাবামা’র বুক খালি না হয়, তাই এমন আয়োজনে সর্বোচ্চ সতর্কতা নেয়া উচিত। এর আগে গতরাত এগারোটার দিকে সাকিবের মরদেহ ফ্রিজার ভ্যানে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়। এরপর থেকে তার আত্মীয়দের আহাজারিতে ভারী হয়ে উঠে তার বাড়ির পরিবেশ।
অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষিকা ফজিলাতুন নেসার দ্বিতীয় সন্তান সাকিব। তার একটি বড় বোন আছে। মেধাবী ও নম্র ভদ্র হিসেবে এলাকায় তার বেশ সুনাম ছিল। ছোটবেলা থেকেই প্রকৌশলী হওয়ার ইচ্ছে ছিল তার। সেই স্বপ্ন পূরণে ভর্তি হয়েছিলেন আইইউটিতে।