গত ২৪ ঘণ্টায় রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে
- আপডেট সময় : ০৭:৩৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধিঃ
গত ২৪ ঘণ্টায় রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে দুজন রোগীর মৃত্যু হয়েছে। করোনায় মৃত দুজন রাজশাহী জেলার বাসিন্দা।
দুজনই পুরুষ। এদের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ও অপরজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।
তারা করোনা সংক্রমিত হয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ইউনিটে ১৪৬ শয্যার বিপরীতে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ৬৩ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী রয়েছেন ৪৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি এমন রোগী ভর্তি আছেন ৩ জন। এ ৬৩ জনের মধ্যে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৮ জন, নাটোরের ৬ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ১ জন ও ঝিনাইদহের ১ জন রোগী আছেন।
এদিকে সোমবার রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ২৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে বর্তমানে রাজশাহীতে করোনা শনাক্তের হার আরও নিম্নমুখী হয়েছে। যার গড় শনাক্তের হার ২৪ দশমিক ১৬ শতাংশ। এর আগের দিন ছিল ২৭ দশমিক ৫৭ শতাংশ।