গণহত্যার বিচার এবং মৌলিক সংষ্কারের মধ্য দিয়ে বাংলাদেশের গনতন্ত্র নিশ্চিত করবো-নাহিদ

- আপডেট সময় : ০৪:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
গণহত্যার বিচার এবং মৌলিক সংষ্কারের মধ্য দিয়ে বাংলাদেশের গনতন্ত্র নিশ্চিত করবো-নাহিদ
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী সংসদ নির্বাচনের আগে নতুন সংবিধান এবং জুলাই অভূত্থানে গণহত্যার বিচার এবং মৌলিক সংষ্কারের মধ্য দিয়ে বাংলাদেশের গনতন্ত্র নিশ্চিত করবো। তিনি বলেন, চব্বিশের জুলাইয়ে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। আমরা এখনো রাজপথে আছি। আমরা কোন চাঁদাবাজীকে বরদাত করবো না। বৃহষ্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা এখনো দেখছি সীমান্তে গুলি করে বিএসএফ আমাদের বাংলাদেশীকে হত্যা করছে। যা বিগত ৫০ বছরেও কোন সরকার বন্ধ করতে পারেনি। আমরা এখনো দেখছি ভারত থেকে পুশইন করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে ভারতকে বলতে চাই এটা হাসিনার বাংলাদেশ নয়। এটা ছাত্র-জনতার বাংলাদেশ। যদি পাঠাতে হয় হাসিনা আর ওই ফ্যাসিস্টদের পাঠান আমরা জুলাই বিপ্লবের আওতায় বিচার করবো। এই পুশইন যদি চলতে থাকে তা কোন ভাবেই মেনে নিবো না। আমরা বাংলাদেশীরা ধর্মবর্ণ নির্বিশেষে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছি।
পথসভায় নাহিদ বলেন, জুলাই অভূত্থানে পর যে ছাত্র-জনতার যে জোয়ার শুরু হয়েছে‘ তা টেকনাফ থেকে তেতুঁলিয়া পর্যন্ত সেই জোয়ার ভাসিয়ে নিয়ে যাবে। আপনারা আমাদের সাথে থাকবেন বলে আশা করি।
পথ সভার শুরুতে নাহিদ ইসলামের সুরে পথ সভায় চব্বিশকে নিয়ে নানা ম্লোগান তোলে স্থানীয় নেতাকর্মীরা।
এসময় আরও বক্তব্য রাখেন, এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সংগঠক সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, সিনিয়র যুন্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। পথ সভাটিতে আরো উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুন্ম আহবায়ক নাহিদা সারওয়ার নিভ সহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।