গণধর্ষণ মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার!
- আপডেট সময় : ০১:২৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
গণধর্ষণ মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার!
বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরের সিংড়ায় অপহরণের পর জোরপূর্বক গণধর্ষণ মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান পলাতক আসামী ২৬ বছরের ছাব্বির আহম্মেদ ওরফে আবু সাইদ কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। করা হয়। বৃহস্পতিবার র্যাব-৫, নাটোর ক্যাম্প ও র্যাব-১, উত্তরা এর একটি অপারেশন দল ঢাকার বিমানবন্দর গোলচত্ত্বর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ছাব্বির আহম্মেদ নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। শুক্রবার (৩ মে) দুপুরে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
মামলার বরাত দিয়ে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালে বড়াইগ্রাম উপজেলার চান্দাই গ্রামের এক কলেজ ছাত্রীকে কৌশলে পাশের সিংড়া উপজেলার কলম মির্জাপুর গ্রামে নিয়ে যায় প্রেমিক ছাব্বির আহম্মেদ ওরফে আবু সাইদ। সেখানে সারাদিন ঘোরাঘুরির পর পূর্ব পরিকল্পিতভাবে বন্ধুদের সাথে রাতে কলম মির্জাপুর গ্রামের ঈদগাহ মাঠে কলেজ ছাত্রীকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করার পর তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ২০২৩ সালের ৫ এপ্রিল এক রায়ে ছাব্বির আহম্মেদ ওরফে আবু সাইদ সহ ৬ জনকে মৃত্যুদন্ড এবং ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।
র্যাব জানায়, মামলা দায়ের পর থেকে আসামীরা আত্মগোপনে চলে যায়। বৃহস্পতিবার গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে র্যাব-১, উত্তরা এর একটি অপারেশনের সহযোগিতায় ঢাকার বিমানবন্দর গোলচত্তর এলাকায় যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে ছাব্বির আহম্মেদকে গ্রেফতার করে র্যাব-৫, নাটোর ক্যাম্পের একটি দল। পরে তাকে শুক্রবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয় বলেও জানায় র্যাব।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খান জানান, ছাব্বির আহম্মেদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।