খিঁচুড়ি ভোজ ও জীবন্ত প্রাণী নিয়ে প্রচারণার দায়ে দুই প্রার্থীর জরিমানা
- আপডেট সময় : ০৯:৪৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১ ২৬৮ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নাটোরের বাগাতিপাড়ায় নির্বাচনী আচরণবিধি লংঘন করে খিঁচুড়ি ভোজন এবং জীবন্ত প্রাণী নিয়ে প্রচারনার দায়ে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীসহ দুই প্রার্থীকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার সন্ধ্যায় দয়ারামপুর ইউনিয়নে এক অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যার ভ্রাম্যমান আদালত এই জরিমানা করে। সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারি বাজারে আচরণ বিধি লংঘন করে ভোটারদের নিয়ে খিঁচুড়ি ভোজনের দায়ে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুর ইসলাম মিঠুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে একই বাজারে ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোরগ প্রতীকের এনামুল হক জীবন্ত মোরগ নিয়ে প্রচারনার দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা এর সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনকে সুষ্ঠ, সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যহত রয়েছে।