ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে সমাজসেবার পুনর্বাসনে পাল্টে গেছে ভিক্ষুকদের জীবন প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে পঞ্চগড় কালেক্টর স্কুল জয়ী মান্দায় ইউএনওর অফিসের সামনে দোকান বসিয়ে কৃষকের প্রতিবাদ রাণীশংকৈলে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার দুই গুলশানের বিলাসবহুল ভবনের বাসিন্দাদের তালিকায় টিউলিপের নাম পঞ্চগড়ে ২৪ টি দোকানে ঝুলছে তালা হতাশ ব্যবসায়ীরা গোদাগাড়ীতে ভাষার মাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট শুরু বাগাতিপাড়ায় আ’লীগকে সংগঠিত করার অভিযোগে ইউপি চেয়ারম্যানের কার্যালয় ভাংচুর রাণীনগরে নতুন স্কুল প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ৫ নেতাকর্মীকে ছাত্রলীগের মারধর, প্রতিবাদে মশাল মিছিল

এম এম মামুন, নিজস্ব নপ্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ৫ নেতাকর্মীকে ছাত্রলীগের মারধর, প্রতিবাদে মশাল মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসে অবস্থান করায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের পাঁচ নেতাকর্মীকে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত অবস্থায় তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে যান সংগঠনের অন্য সদস্যরা। সোমবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনের আম বাগানে এ মারধরের ঘটনা ঘটে। পরে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ক্রিয়াশীল ছাত্রসংগঠন নেতাকর্মীরা। এদিকে এর প্রতিবাদ জানিয়ে আজ সোমবার রাতে মশাল মিছিল করবেন তারা।

মারধরে আহত হওয়া শিক্ষার্থীরা হলেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহবায়ক তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন, ছাত্রফ্রন্টের আহবায়ক ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য আল আশরাফ রাফী, ছাত্র গণমঞ্চের আহবায়ক নাসিম সরকারসহ সাধারণ শিক্ষার্থী ইব্রাহিম। অভিযুক্ত নেতাকর্মীরা হলেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা ও ছাত্রলীগ কর্মী প্রিন্সডহ অজ্ঞাতনামা আরও ৩০জন নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা চা খাওয়ার উদ্দেশ্যে মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে গেলে সেখানে ছাত্রলীগের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা ও বাংলস বিভাগের ছাত্রলীগ কর্মী প্রিন্সের নেতৃত্বে প্রায় ১২-১৩টি মোটরসাইকেল যোগে ৩০ জন নেতাকর্মী তাদেরকে অতর্কিত হামলা চালায়। এসময় কয়েকজন নেতাকর্মীকে মাটিতে পড়ে গেলে তাদের লাথি-কিল-ঘুসি মেরে আহত করা হয়। এবং কয়েকজনের শার্ট টেনে ছিড়ে ফেলেন। ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা জানান, আমরা চা খেতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের কয়েকজন নেতাকর্মীকে মারতে মারতে ডিনস ভবনের সামনে নিয়ে আসে। এক পর্যায়ে আমাদেরকে হলে চলে যাওয়ার জন্য বলে তারা চলে যান।

ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন বলেন, আমরা পরিবহন থেকে চা খাওয়ার উদ্দেশ্যে আম তলায় যাই। সেখানে মনু মোহন বাপ্পার নির্দেশনায় কয়েকজন ছাত্রলীগের নেতা আমাদের অতর্কিত হামলা চালায়। এসময় ওরা আমাদেরকে বলে “মাদারচুদ তোরা কারা? এখানে কি করছিস? এ বলেই আমাদেরকে মারধর শুরু করেন। আমরা এ বিষয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি এবং আজ রাতেই এর প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আহতদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া শেষে আমরা তাদের অভিযোগের ভিত্তিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ক্যাম্পাসে ক্রিয়াশীল আট বাম ছাত্র সংগঠন। সোমবার রাত পৌনে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়৷ এসময় ছাত্রলীগের হামলার সুষ্ঠু বিচার না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা লাগিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন৷ এর আগে আজ সন্ধ্যায় বাম সংগঠনের চার নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে । এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ৫ নেতাকর্মীকে ছাত্রলীগের মারধর, প্রতিবাদে মশাল মিছিল

আপডেট সময় : ০৫:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ৫ নেতাকর্মীকে ছাত্রলীগের মারধর, প্রতিবাদে মশাল মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসে অবস্থান করায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের পাঁচ নেতাকর্মীকে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত অবস্থায় তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে যান সংগঠনের অন্য সদস্যরা। সোমবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনের আম বাগানে এ মারধরের ঘটনা ঘটে। পরে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ক্রিয়াশীল ছাত্রসংগঠন নেতাকর্মীরা। এদিকে এর প্রতিবাদ জানিয়ে আজ সোমবার রাতে মশাল মিছিল করবেন তারা।

মারধরে আহত হওয়া শিক্ষার্থীরা হলেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহবায়ক তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন, ছাত্রফ্রন্টের আহবায়ক ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য আল আশরাফ রাফী, ছাত্র গণমঞ্চের আহবায়ক নাসিম সরকারসহ সাধারণ শিক্ষার্থী ইব্রাহিম। অভিযুক্ত নেতাকর্মীরা হলেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা ও ছাত্রলীগ কর্মী প্রিন্সডহ অজ্ঞাতনামা আরও ৩০জন নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা চা খাওয়ার উদ্দেশ্যে মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে গেলে সেখানে ছাত্রলীগের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা ও বাংলস বিভাগের ছাত্রলীগ কর্মী প্রিন্সের নেতৃত্বে প্রায় ১২-১৩টি মোটরসাইকেল যোগে ৩০ জন নেতাকর্মী তাদেরকে অতর্কিত হামলা চালায়। এসময় কয়েকজন নেতাকর্মীকে মাটিতে পড়ে গেলে তাদের লাথি-কিল-ঘুসি মেরে আহত করা হয়। এবং কয়েকজনের শার্ট টেনে ছিড়ে ফেলেন। ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা জানান, আমরা চা খেতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের কয়েকজন নেতাকর্মীকে মারতে মারতে ডিনস ভবনের সামনে নিয়ে আসে। এক পর্যায়ে আমাদেরকে হলে চলে যাওয়ার জন্য বলে তারা চলে যান।

ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন বলেন, আমরা পরিবহন থেকে চা খাওয়ার উদ্দেশ্যে আম তলায় যাই। সেখানে মনু মোহন বাপ্পার নির্দেশনায় কয়েকজন ছাত্রলীগের নেতা আমাদের অতর্কিত হামলা চালায়। এসময় ওরা আমাদেরকে বলে “মাদারচুদ তোরা কারা? এখানে কি করছিস? এ বলেই আমাদেরকে মারধর শুরু করেন। আমরা এ বিষয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি এবং আজ রাতেই এর প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আহতদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া শেষে আমরা তাদের অভিযোগের ভিত্তিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ক্যাম্পাসে ক্রিয়াশীল আট বাম ছাত্র সংগঠন। সোমবার রাত পৌনে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়৷ এসময় ছাত্রলীগের হামলার সুষ্ঠু বিচার না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা লাগিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন৷ এর আগে আজ সন্ধ্যায় বাম সংগঠনের চার নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে । এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেন তারা।