কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮০ টি পুড়ে গেছে
- আপডেট সময় : ০৭:৫০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১ ১৮১ বার পড়া হয়েছে
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের চুলার আগুনে ২৮০ টি ঘর পুড়ে গেছে।
সোমবার (৮ নভেম্বর) রাতে উপজেলার মৌচাক ইউনিয়নের তেলিরচালা গ্রামের টিনশেড কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান,
ওই টিনশেড কলোনির একটি ঘরে গ্যাসের চুলা থেকে অগুন লাগার সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। সাথে সাথেই তা দ্রুত গোটা কলোনিতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ২৮০টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এসব ঘরে স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিকরা বসবাস করতেন। অগ্নিকাণ্ডে তাদের আবসাববপত্র, কাপড় চোপড়, ইলেক্ট্রনিক্স সামগ্রী ও নগদ টাকা পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলোনির কোন এক ঘরে গ্যাসের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত করে এর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।