কালকিনিতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু!
- আপডেট সময় : ১২:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
কালকিনিতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু!
কালকিন (মাদারীপুর) প্রতিনিধিঃ
কালকিনিতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে মাহিম সরদার নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গবার (৩০ আগষ্ট) সকালে উপজেলার পুর্ব এনায়েতনগর এলাকায় ঘটনা ঘটে। নিহত মাহিম (৭) ওই এলাকার কালাই সরদারচর গ্রামের রাশেদ সরদারের ছেলে। কালকিনি থানা পুলিশ সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার তিব্র গরম সহ্য করতে না পেরে শিশু মাহিম সরদার বাড়ির পাশের খালের পানিতে একাই গোসল করতে নামে। এ সময় হঠাৎ করে সে খালের গভীর পানিতে ডুবে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়না। পরে এদিন
(মঙ্গলবার) সন্ধ্যায় শিশু মাহিমের ভাসমান মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু মাহিমের মৃত্যু হয়েছে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।