কারিগরি শিক্ষা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে- ইউএনও প্রিয়াংকা দেবী পাল
- আপডেট সময় : ১০:৪৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১ ২৬১ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
চাকরি পাবার আশায় জেনারেল লাইনে পড়ে শিক্ষিত হলেই শুধু চলবে না। কারিগরি শিক্ষা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। কারিগরি শিক্ষা গ্রহণ করলে বিভিন্ন দক্ষতায় নিজেকে স্বাবলম্বী করা যায়। শুধু জেনারেল লাইনে নয় ভোকেশনাল লাইনেও ছেলে-মেয়েদের পড়াশুনা করানোর নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৮ নভেম্বর) বেলা ১১টায় ব্র্যাক আলট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম এর আয়োজনে নাটোরের বাগাতিপাড়ার ব্র্যাক অফিসে ইউপিজি সদস্যদের মাঝে সম্পদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল।
এ সময় ইউপিজি’র ৫ জন সদস্যকে ৮ হাজার টাকা মূল্যের ২ টি করে ছাগী দেওয়া হয়। এছাড়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সহযোগিতায় ৬ জন সদস্যের ছেলে-মেয়েকে ছয়টি স্কুল ব্যাগ ১৩ জন সদস্য’র মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল এবং ওই ১৩ জনকে ২ টি করে গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ব্র্যাক সমন্বয়ক লাইলুন নাহার, রিজিওন ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, গালিমপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী রেনু, টেকনিক্যাল অফিসার মোঃ মফিজুল ইসলাম, শাখা ব্যবস্থাপক রেজাউন নুরী, ইউপিজি শাখা ব্যবস্থাপক নাসিমা আক্তার সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ব্র্যাক অফিস সূত্রে জানা যায়, ২০০২ সালে সারা বাংলাদেশে ব্র্যাক আলট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম শুরু করা হয়। বর্তমানে দেশের ৩৫টি জেলায় এ কার্যক্রম চলছে। নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় শুরু হয় ২০০৯ সালে। এই উপজেলায় এপর্যন্ত সুবিধাভোগীর সংখ্যা তিন হাজারের বেশি।
মূলত ব্র্যাক আলট্রা-পুওর গ্রাজুয়েশন কর্মসূচি তার সদস্যদের কৃষি সহযোগিতা, স্বাস্থ্য সেবা, শিক্ষা সহ নানাবিধ বিষয় নিয়ে কাজ করছে।