কামারখন্দে ব্র্যাকের উদ্যোগে র্যালি ও গণ-নাটক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ ৪৩ বার পড়া হয়েছে
কামারখন্দে ব্র্যাকের উদ্যোগে র্যালি ও গণ-নাটক অনুষ্ঠিত
মোঃ রাইসুল ইসলাম রিপন, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
কামারখন্দে ব্র্যাকের উদ্যোগে র্যালি ও গণ-নাটক অনুষ্ঠিত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে নারীর ক্ষমতায়ন বিষয়ক গণ নাটক ‘জয়যাত্রাথ মঞ্চায়িত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিনি অডিটোয়িামে গণ নাটক ‘জয়যাত্রাথ মঞ্চায়িত করা হয়। এর আগে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় অংশ নেয় সংস্থাটি।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) গণ নাটক শাখার ব্যবস্থাপক কল্লোল বড়ুয়া, সিনিয়র কর্মকর্তা আতিকুর রহমান সুজন, কর্মসূচির কর্মকর্তা ফেরদৌস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।