করোনা সংক্রমন এড়াতে সীমিত আকারে নাটোরে চলছে সরস্বতি পূজা
- আপডেট সময় : ১২:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২ ১৪৬ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
করোনা সংক্রমন এড়াতে সীমিত আকারে নাটোরে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পুজা। গত বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে উৎসব আনন্দে পড়েছে ভাটা।
শীত, গুড়ি গুড়ি বৃষ্টি, মেঘলা আবহাওয়ার কারণে পূজার প্রস্তুতি নিতেও দেরী হচ্ছে সবার। আজ শনিবার মাঘ মাসের শুক্লা পঞ্চমীর অমিয় লগ্নে দেবীকে বরণ করে নিয়ে আসনে প্রতিষ্ঠা করা হয়েছে দেবী সরস্বতিকে।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের মনের সকল তমশা দুর করে বিদ্যা দানের জন্য দেবীর কাছে অঞ্জলী প্রদানে ব্যাস্ত। তারা করোনা পরিস্থিতি দূর করা সহ মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছে যাতে কওে তারা সঠিক ভাবে লেখাপড়া করে বিদ্যার্জন করতে পারে এ ছাড়া বাড়ীতে বাড়িতেও করা হয়েছে এ পূজার আয়োজন। পূজা মন্ডপগুলোতে সাজসজ্জা ও আলোকসজ্জা করা হয়েছে।
পূজা উপলক্ষে মন্ডপে মন্ডপে নেওয়া হয়েছে ভক্তিমুলক গান, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি সহ নানা আয়োজন।