কমরেড আয়েজ উদ্দিন মারা গেছেন
- আপডেট সময় : ০৭:১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ ২০০ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কমরেড আয়েজ উদ্দিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শনিবার (২২ জানুয়ারী) সকাল ৯ঃ৪৫ মিনিটে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
উপজেলার বিহারকোল মহল্লার মৃত চয়েন উদ্দিন প্রামাণিকের ছেলে মৃত আয়েজ উদ্দিন (৫০)।
জানা যায়, ২০০৬ সালে বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে তিনি ৮নং বারইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি বাগাতিপাড়া সদর ইউনিয়নের মেম্বর নির্বাচিত হয়েছিলেন। এছাড়া মৃত আয়েজ উপজেলা ছাত্রমৈত্রী ও যুবমৈত্রীর সাবেক সভাপতি এবং ওয়ার্কার্স পার্টির সদস্য ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ২০০৬ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালে হৃদ রোগে আক্রান্ত হন আয়েজ। এরপর ব্রেইন স্ট্রোক হলে প্যারালাইজডে তার বাম হাত-পা অকেজো হয়ে যায়। পরে আজ (শনিবার) সকালে বেশি অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আয়েজ উদ্দিন কে মৃত ঘোষণা করেন।
মৃত্যকালে কমরেড আয়েজ স্ত্রী, মা, তিন ছেলে, নাতি, ও ভাই-বোন সহ অনেক আত্নীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজই বাদ মাগরিব বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মৃত আয়েজ এর জানাযার নামাজ শেষে সামাজিক করবস্থানে দাফন সম্পূর্ণ হবে বলে জানান মরহুমের বড় ভাই কালাম উদ্দিন।
কমরেড আয়েজ উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।