সংবাদ শিরোনাম ::
কবিতা- বই উৎসব
মোছা: আয়েশা আক্তার
- আপডেট সময় : ০২:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ২৭০ বার পড়া হয়েছে
কবিতা- বই উৎসব
বই উৎসব
বছরের প্রথম দিনে
বই হাতে পাই
ঈদের মত আনন্দ নিয়ে
বাড়ি ফিরে যাই
নতুন বই পেলে হাতে
সম্পর্ক করি বইয়ের সাথে
সব কাজ ফেলে দিয়ে
দেখব তখন সাথে সাথে।
বইয়ের অনেক পরিবর্তন
চোখে পড়ে গেল,
নতুন কিছু শিখব ভেবে
মনে আনন্দ এলো।
জানুয়ারির ১ তারিখে
বই উৎসব হয়,
নতুন বইয়ের গন্ধে যেন
সারাদেশ আনন্দময়।
কবি পরিচিতি মোছা: আয়েশা আক্তার সহকারী শিক্ষক ফাগুয়াড়দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়া, নাটোর। বিএসএস (অনার্স) এমএসএস (সমাজকর্ম) ডিপিএড,এমএড সেরা উদ্ভাবক, শিক্ষক বাতায়ন (A2i) MIE Expert (2024-2025) জেলা শ্রেষ্ঠ জয়িতা ২০২৪।



















