সংবাদ শিরোনাম ::
কবিতা- গুরুর মর্ম
মোছা: আয়েশা আক্তার
- আপডেট সময় : ০২:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৪১৫ বার পড়া হয়েছে
কবিতা- গুরুর মর্ম
গুরুর মর্ম
শিক্ষার আলো ছড়িতে দিতে
কার্পণ্য করেন না যিনি,
সেই শিক্ষকের কাছে মোরা
আমৃত্যু থাকব ঋণী।
পিতামাতার পরে আমাদের
স্বপ্ন দেখান গুরু,
উন্নত জীবনের স্বপ্ন দেখা
তার থেকেই যে শুরু।
দুনিয়াতে যত গুণীজন আছে
শিক্ষকের হাতে গড়া,
হাজারো ব্যথা যতনে রাখিয়া
তবুও হয় না কড়া।
সেই শিক্ষকের মনের ব্যথা
বুঝবে না যে জাতি,
তাদের প্রতি লজ্জা জানাবে
পুরো বিশ্বের মহারথী।
কবি মোছা: আয়েশা আক্তার সহকারী শিক্ষক ফাগুয়াড়দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়া, নাটোর। সেরা উদ্ভাবক, শিক্ষক বাতায়ন (A2i)
চমৎকার লেখনী।
অসাধারণ কবিতা।
শুভ কামনা রইল আপা।