সংবাদ শিরোনাম ::
কবিতার নাম: “রক্তে ভেজা মাটি”

মোছা: আয়েশা আক্তার
- আপডেট সময় : ০১:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
কবিতার নাম: “রক্তে ভেজা মাটি”
রক্তে ভেজা মাটি
মোছা: আয়েশা আক্তার
————————-
রক্ত দিয়ে লিখে গেছে
আমার দেশের নাম,
রক্তে লেখা বাংলাদেশের
আমরা বাড়াবো মান।
কত-শত ছাত্র জনতার
রক্তে ভিজেছে মাটি,
তাদের রক্তের বিনিময়ে হবে
এ দেশ আমার খাঁটি।
সোনার বাংলা গড়তে এসে
ঝড়েছে কত জীবন
সালাম জানাই হাজার সালাম
হে বীর শহিদগণ।
ছাত্র জনতার সংগ্রামের কথা
ভুলবে না বাঙালি,
বাংলাদেশের গলিতে গলিতে
রক্তে ভেজা মাটি।