কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে বাগাতিপাড়ার ৪৮ ভোট কেন্দ্রের সরঞ্জাম বিতরণ
- আপডেট সময় : ১২:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১ ৩২৪ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়ায় পুলিশ, আনসার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় ৪৮ ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার প্রশাসনিক নতুন ভবন থেকে এই সকল নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।
নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, অফিসিয়াল সিল, সাদা কাগজ, কার্বন কাগজ, অমোচনীয় কালি, আইকা, মোমবাতি, দিয়াশলাই, স্ট্যাম্প প্যাড, চটের থলি, সুঁই, লোহারপাত, কলম, ছুরিসহ প্রায় ৪৪ রকমের সরঞ্জাম।
উল্লেখ্য, নিরাপত্তার স্বার্থে ভোটের দিন রোববার সকালে সকল ভোট কেন্দ্রে পৌঁছানো হবে ব্যালট পেপার।
এ সময় নির্বাচনী সরঞ্জাম গ্রহণের পর কথা হয় বাগাতিপাড়া সদরের যোগিপাড়া কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়েরের সাথে, তিনি বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় এসব সরঞ্জাম নির্বাচনী কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। এখন থেকেই আমাদের ওপর মহান দায়িত্ব পড়ে গেল। সে লক্ষে সারারাত ভোটকেন্দ্রেই অবস্থান করতে হবে আমাদের। ভোটাররা যেন সুন্দরভাবে ভোট দিতে পারেন সেভাবে ভোটকেন্দ্র প্রস্তুত করা হবে। তিনি আরও বলেন, ভোটকেন্দ্র থেকেই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে বাগাতিপাড়ার ৫টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ১৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ প্রিসাইডিং কর্মকর্তাদের নিকট নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ জানান এই ৫টি ইউনিয়নের নির্বাচনকে ঘিরে আজ (শনিবার) দুপুর থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে বাগাতিপাড়া উপজেলার জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, র্যাব স্টাইকিং ফোর্স হিসাবে টহল দেবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ভ্রাম্যমান আদালত নিয়ে মাঠে অবস্থান করবেন।
শনিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার প্রশাসনিক নতুন ভবন থেকে এই সকল নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।
নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, অফিসিয়াল সিল, সাদা কাগজ, কার্বন কাগজ, অমোচনীয় কালি, আইকা, মোমবাতি, দিয়াশলাই, স্ট্যাম্প প্যাড, চটের থলি, সুঁই, লোহারপাত, কলম, ছুরিসহ প্রায়
৪৪ রকমের সরঞ্জাম।
উল্লেখ্য, নিরাপত্তার স্বার্থে ভোটের দিন রোববার সকালে সকল ভোট কেন্দ্রে পৌঁছানো হবে ব্যালট পেপার।
এ সময় নির্বাচনী সরঞ্জাম গ্রহণের পর কথা হয় বাগাতিপাড়া সদরের যোগিপাড়া কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়েরের সাথে, তিনি বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় এসব সরঞ্জাম নির্বাচনী কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। এখন থেকেই আমাদের ওপর মহান দায়িত্ব পড়ে গেল। সে লক্ষে সারারাত ভোটকেন্দ্রেই অবস্থান করতে হবে আমাদের। ভোটাররা যেন সুন্দরভাবে ভোট দিতে পারেন সেভাবে ভোটকেন্দ্র প্রস্তুত করা হবে।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্র থেকেই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে বাগাতিপাড়ার ৫টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ১৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ প্রিসাইডিং কর্মকর্তাদের নিকট নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ জানান এই ৫টি ইউনিয়নের নির্বাচনকে ঘিরে আজ (শনিবার) দুপুর থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে বাগাতিপাড়া উপজেলার জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, র্যাব স্টাইকিং ফোর্স হিসাবে টহল দেবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ভ্রাম্যমান আদালত নিয়ে মাঠে অবস্থান করবেন।