উপজেলা ও জেলার শ্রেষ্ঠ জয়িতা বাগাতিপাড়ার সেই শিক্ষক আয়েশা আক্তার
- আপডেট সময় : ০২:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে
উপজেলা ও জেলার শ্রেষ্ঠ জয়িতা বাগাতিপাড়ার সেই শিক্ষক আয়েশা আক্তার
শিক্ষক বাতায়নে দেশসেরা উদ্ভাবক নির্বাচিত নাটোরের বাগাতিপাড়ার ফাগুয়াড়দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেই শিক্ষক আয়েশা আক্তার এবার জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়। জেলা প্রশাসক আসমা শাহীন তাকে এই সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে। ৫টি ক্যাটাগরিতে জয়িতা নির্বাচনের বাছাই কমিটি শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে তাকে জেলা এবং উপজেলা পর্যায়ের উভয়টিতে শ্রেষ্ঠ নির্বাচিত করে। এর আগে তিনি অ্যাকসেস ইনফরমেশন (এটুআই) বিভাগ থেকে শিক্ষক বাতায়নের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জুন-২০২৪ মাসে দেশসেরা উদ্ভাবক নির্বাচিত হন। তিনি উপজেলার দয়ারামপুরের মিশ্রিপাড়া গ্রামের গোলাম মোহাম্মদের স্ত্রী।
এবিষয়ে উচ্ছ্বসিত শিক্ষক আয়েশা আক্তার বলেন, তিনি এই সম্মাননা পেয়ে বেশ খুশি হয়েছেন। ভবিষ্যতেও তিনি শিক্ষার ক্ষেত্রে নিজের মেধা মনন দিয়ে কাজ করে যাবেন। সমাজে নারীরা বৈষম্যের শিকার যেন না হয়, তারা যেন অবহেলিত না থেকে পুরুষদের পাশাপাশি এগিয়ে যান এই প্রত্যাশা তার।