উন্নয়ন চাইলে নৌকাতেই ভোট দিতে হবে, মাজাহারুল ইসলাম

- আপডেট সময় : ০২:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ ২৪০ বার পড়া হয়েছে
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও রানীশংকৈলে আগামী ১১ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে ৬ নং কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকাল ৫ টায় মহারাজা হাট মাদ্রাসা মাঠে। নির্বাচনি সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলামের বড় ছেলে মাজহারুল ইসলাম সুজন বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধক্ষ্য সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক আহমদ হোসেন বিল্পব, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুস আলী মাস্টার, আওয়ামী লীগ নেতা মাহাফুজুর রহমান, নৌকা মার্কার প্রার্থী আতিকুর রহমান বকুল,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, সহ উপজেলা, ইউনিয়ন সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন।
এসময় জেল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, উন্নয়ন চাইলে নৌকাতেই ভোট দিতে হবে। না হলে এলাকার উন্নয়ন হবে না যদি আমরা নৌকার বিপরীতে ভোট প্রদান করি ইউনিয়ন পরিষদের নির্বাচনে। এ পর্যন্ত যত উন্নয়ন হয়েছে সব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তাই এই উন্নয়ন কে ধরে রাখতে হলে আমাদেরকে আবারো নৌকা মার্কাতেই ভোট দিতে হবে।