উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ
- আপডেট সময় : ১২:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে
উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ
পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘদিন থেকে বন্ধ। এতে করে চরম ভোগান্তিতে পরেছে নিম্ন আয়ের মানুষেরা। গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর থেকে উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ট্রেনটি আবার চালুর দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষসহ স্থানীয় সাধারণ মানুষ।
ভোর চারটায় পার্বতীপুর থেকে ছেড়ে এসে মাধনগর-নলডাঙ্গা-নাটোর ও আবদুলপুর জংশন হয়ে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে পৌঁছাতো। দুপুর পৌনে ১২টায় আবার রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যেত।
বাগমারার বিরকুৎসা ও নলডাঙ্গা-মাধনগর এলাকার দেওয়ান ফারুক, ইয়াছিন-উর রহমান, মিজানুর রহমানসহ অনেকে বলেন, ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে ট্রেনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে যেমন অন্য ট্রেনে বাড়তি চাপ বেড়েছে। অন্যদিকে বিকল্প হিসেবে চলাচল করতে গিয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের। তারা আরও বলেন, আমাদের বীরকুৎসা থেকে নাটোর যাওয়া-আসা ভাড়া লাগে ৩০টাকা। কিন্তু উত্তরা ট্রেনটি বন্ধের কারণে সিএনজিতে খরচ পরে ১২০ টাকা। এতে অনেক খরচ হয়। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের যাতায়াতের স্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ট্রেনটি আবার চালু করা।
মাধনগর রেলওয়ে স্টেশনের কতব্যরত স্টেশন মাষ্টার মোঃ মমিন উদ্দিন প্রামানিক বলেন, ট্রেনটি আবার চালু করার জন্য উদ্ধতন কতৃপক্ষে জানানো হবে।