সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনা বাগাতিপাড়ার শুভ সহ নিহত ৫, আহত ২
নিউজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৭:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৬২৬ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনা বাগাতিপাড়ার শুভ সহ নিহত ৫, আহত ২
পাবনার ঈশ্বরদীতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নাটোরের বাগাতিপাড়ার মেহেদী হাসান শুভ সহ পাঁচজন নিহত হয়েছে। এঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত মেহেদী হাসান শুভ বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের খিদির মালঞ্চি গ্রামের মোঃ ওসমান গনির ছেলে। তিনি রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করতেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে রুপপুর এলাকার ঈশ্বরদী-পাবনা মহাসড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটি ও গাছে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান শুভ সহ পাঁচজন মারা যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।