ঈদে রাজশাহী মহানগরীতে নিরাপত্তায় পুলিশের ১৮ নির্দেশনা

- আপডেট সময় : ০৩:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
ঈদে রাজশাহী মহানগরীতে নিরাপত্তায় পুলিশের ১৮ নির্দেশনা
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ১৮টি নিরাপত্তা নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহার উৎসব যেন সবার জন্য আনন্দময় ও নিরাপদ হয় সে লক্ষ্যে আরএমপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও সচেতনতা জরুরি-এমনটি উল্লেখ করে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।নিরাপত্তা নিশ্চিতে আরএমপি যে ১৮টি নির্দেশনা দিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- বাসাবাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক-বীমা, প্রতিষ্ঠান ও বিপণিবিতানের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের ডিউটি জোরদার করতে হবে। ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে। সব কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে ছুটি না নিয়ে পর্যায়ক্রমে দায়িত্ব পালনে নিয়োজিত রাখলে নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। বাসা বা প্রতিষ্ঠান ত্যাগের আগে দরজা-জানালায় একাধিক তালা ব্যবহার করতে হবে। দরজায় অটোলক ও নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা যেতে পারে। পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা বসিয়ে তা সচল রয়েছে কি না তা নিশ্চিত করতে হবে। রাতের সময় বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখতে হবে। নগদ অর্থ, মূল্যবান সামগ্রী ও দলিলপত্র নিরাপদ স্থানে রাখতে হবে। প্রয়োজনে নিকট আত্মীয়ের হেফাজত অথবা ব্যাংক লকার ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ।
এছাড়া বাসা ছাড়ার আগে প্রতিবেশী বা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের বিষয়টি জানিয়ে রাখা হবে এবং নিয়মিত যোগাযোগ রাখা; নিরাপত্তার স্বার্থে অনুমতি ছাড়া যেন কেউ বাসা বা প্রতিষ্ঠানে প্রবেশ না করতে পারে, সে বিষয়ে নিরাপত্তাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও কোথাও চাঁদাবাজি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দ্রুতই পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জরুরি প্রয়োজনে আইনি সহায়তা পেতে আরএমপির হটলাইন ০১৩২০০৬৩৯৯৯, কন্ট্রোল রুম ০১৩২০০৬৩৯৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করা যাবে।