ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখা’র উদ্ধোধন
- আপডেট সময় : ০২:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ ২১২ বার পড়া হয়েছে
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এম আর এন্টারপ্রাইজ -২ ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার চংধুপইল ইউনিয়নে আব্দুলপুর বাজারে হাজী সুপার মার্কেটের এজেন্ট এম আর এন্টারপ্রাইজ -২ এর আয়োজনে ইসলামী ব্যাংক লিমিটেড ঈশ্বরদী শাখার প্রধান ইনর্চাজ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জামিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহি অফিসার উম্মুল বানীন দ্যুতি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, আব্দুলপুর মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয় সরকারী প্রধান শিক্ষক আরিফুল রহমান, সি এম ও বিনিয়োগ অফিসার মোখলেছুর রহমান, সত্বাধিকারী আব্দুল মোত্তালেব রায়হান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাইদুর রহমান, আব্দুলপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, স্থানীয় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমূখ।