ইউপি নির্বাচন বাগাতিপাড়াঃ আ’লীগ ২, বিদ্রোহী ১, বিএনপি ২!
- আপডেট সময় : ০৮:৪৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১ ৪৫৭ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়ায় ৫ টি ইউনিয়নে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তথ্যানুযায়ী এই নির্বাচনে আ’লীগের ২, আ’লীগের বিদ্রোহী ১ এবং বিএনপির ২ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
১ নং পাঁকা ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র (আ’লীগের বিদ্রোহী) প্রার্থী নয়েজ উদ্দিন (মোটরসাইকেল) ৫৬৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন (ঘোড়া)। তিনি পেয়েছেন ৪০১৯ ভোট।
৭৩১২ ভোট পেয়ে ২ নং জামনগর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী (মোটরসাইকেল) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন স্বতন্ত্র (আ’লীগের বিদ্রোহী) অধ্যাপক শাহ আলম (আনারস) পেয়েছেন ৪৪৮৮ ভোট।
৩ নং বাগাতিপাড়া সদর ইউনিয়ন পরিষদের আ’লীগের প্রার্থী মজিবুর রহমান (নৌকা) ৩৫২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান (চশমা) ২৮১৭ ভোট পেয়েছেন।
৭৬১৮ ভোট পেয়ে ৪ নং দয়ারামপুর ইউপিতে আওয়ামীলীগের মাহাবুর ইসলাম মিঠু (নৌকা) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক (আনারস) ভোট পেয়েছেন ৬৩৩৮টি।
৫ নং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী এসএম লেলিন (মোটরসাইকেল) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৫২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আ’লীগের বিদ্রোহী আবুল কালাম (আনারস)। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩০৯৫ টি।
উল্লেখ্য, এই উপজেলায় মোটা ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ জন। ৫টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৬ জন।