ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৫:০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১ ১৮৫ বার পড়া হয়েছে
নাজমুল হোসেন, চ্যানেল এ নিউজঃ
ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে আইন শৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা সভা কক্ষে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহাবুবুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলনার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম, রামকৃষ্ণ অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভুমি কমিশনার ইন্দ্রজিৎ সাহা, রাণীশংকৈল সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, থানা অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা আবুল কাশেম, সহ নির্বাচনের ভোট প্রার্থী চেয়ারম্যান, মেম্বার সহ সংরক্ষিত আসনের নারী প্রার্থীগণ নিজ নিজ ইউনিয়নের ওয়ার্ডের ভোট সেন্টারের বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেন।এবং সেই চিন্নিত সেন্টার গুলোর সমস্যার প্রতিকার চেয়ে বক্তব্য রাখেন ভোট প্রার্থীগণ।
জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন আগামী ১১ নভেম্বর যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি হবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। আপনারা সকলেই নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন আর আচরণবিধি লংঘন করলে আমরা কঠোর শাস্তির ব্যবস্থা নিব।