সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচনঃ বাগাতিপাড়ায় নৌকার মনোনয়ন পেলেন যারা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ ৪০৪ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছেন।
শুক্রবার (২২ অক্টোবর) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
বাগাতিপাড়ায় নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- পাঁকা ইউপিতে মেহেদী হাসান দোলন, জামনগরে বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বাগাতিপাড়া সদরে বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান, দয়ারামপুরে বর্তমান চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু এবং ফাগুয়াড়দিয়াড় ইউপিতে বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম মনোনীত করা হয়েছেন। এর মধ্যে ১নং পাঁকা ইউপিতে প্রথম বারের মতো মনোনয়ন পেয়েছেন মেহেদী হাসান দোলন।
এ বছর আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন আওয়ামী লীগের মনোনীত এই পাঁচ প্রার্থী।