ইউনিয়ন নির্বাচনঃ ইউপি আ’লীগ সভাপতির নির্বাচনী পথসভা
- আপডেট সময় : ০৪:৪৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ ২৮০ বার পড়া হয়েছে
খলিল মাহমুদ, নিজস্ব প্রতিবেদকঃ
বুধবার সন্ধ্যায় বিয়াশ চারমাথা মোড়ে বিশাল পথসভায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার কর্মী, সমর্থকরা মিছিল নিয়ে যোগ দেয়।
এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক এবারো আমাকে উপহার দিলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো। তিনি আরো বলেন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করতে আমি কাজ করেছি। জনগন আমার শক্তি, কর্মীরা আমার মনোবল। ভাড়াটিয়া লোক দিয়ে আমি প্রোগ্রাম করিনা। আমি দলকে ভালোবাসি। কোনো অন্যায়, অনিয়মের সাথে আপোস করিনি। দু’বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দুর্নীতি করিনি, সরকারী ত্রান সুষম বণ্টন করেছি।
তিনি আরো বলেন, সিংড়ার উন্নয়নের রুপকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় চলনবিলের ডাহিয়া ইউনিয়নে সরকারের শত কোটি টাকার উন্নয়ন হয়েছে, কোনো অনিয়ম হয়নি। করতে দেয়নি। দলের মধ্যে একটি গোষ্ঠী চাকুরির নামে মানুষের কাছ থেকে টাকার পাহার গড়েছে। বিচারের নামে অর্থ উপার্জন করেছে। থানার দালালী করে মানুষকে হয়রানী করেছে। আমি জনগণের সাথে বিপদে আপদে আছি, থাকবো ইনশাআল্লাহ।
পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ওলামা লীগের নেতৃবৃন্দ।
এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খলিল মাহমুদ