ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে উত্তরগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা মহাদেবপুরে সড়কের জলাবদ্ধতা নিরসনের দাবিতে দর্পণের মানববন্ধন লালপুরে বিলমাড়ীয়ায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সমাবেশ বন্ধের দাবিতে আবেদন শেরপুরে সেনাবাহিনী যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার রাণীনগরে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর আত্মহত্যা রাজশাহীতে উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর রাজশাহীতে ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের বিক্ষোভ লালপুরে ভাঙা রাস্তায় জনদুর্ভোগে হাজার হাজার পরিবার বড়াইগ্রামে ছাত্রদলের মিছিলে আ.লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ

আ.লীগের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা সকল মামলা পুনঃতদন্তের দাবি

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:১৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আ.লীগের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা সকল মামলা পুনঃতদন্তের দাবি

আওয়ামী লীগ সরকারের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসব মিথ্যা মামলা করেছে বলে অভিযোগ রয়েছে, সেগুলোর পুনঃতদন্ত দাবি করা হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়েছে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে মিথ্যা মামলা সম্পর্কে অভিযোগ গ্রহণ এবং পরে মামলাগুলোর বিচার বিভাগীয় তদন্তের। রোববার (১ সেপ্টেম্বর) রাজশাহীতে এক ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এই দাবি করা হয়। নগরের রেলগেট এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। মানববন্ধন থেকে বক্তারা মিথ্যা মামলায় যারা হয়রানির শিকার হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, ২০১৯ সালের ২৩ অক্টোবর রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান সাদা পোশাকে নগরের গোরহাঙ্গা এলাকার বাসিন্দা মাসুদ রানা সরকারের বাড়ি যান এবং তাঁর ছেলে রাজিবকে মাথায় অস্ত্র ঠেকিয়ে নগরীর শিমলা বাগানে তুলে নিয়ে যান। এরপর মাহবুব মাসুদকে মোবাইল ফোনে বলেন, এখনই ৫ লাখ টাকা না দিলে তাঁর ছেলেকে ক্রসফায়ারে দেওয়া হবে। ভয়ে মাসুদ এসআই মাহবুবের হাতে ৫ লাখ টাকা তুলে দেন। কিন্তু তারপরও রাজিবকে ছাড়া হয়নি। পরদিন মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। দীর্ঘ ১৬ মাস কারাভোগের পর জামিনে রাজিব জামিন পান। মামলা এখনো চলমান।

মানববন্ধনে বক্তারা বলেন, এমন ভুক্তভোগী রাজিব হাজার হাজার আছে। আবার মাহবুবের মতো অসাধু পুলিশ কর্মকর্তাও রয়েছে অনেক। তারা সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। পরিবারগুলো মামলা টানতে টানতে হয়রান হয়ে পড়েছে। এত দিন তারা ভয়ে মুখ খুলতে পারেনি। এখন কথা বলার মতো পরিবেশ তৈরি হওয়ায় সবাই তাদের নির্যাতনের কথা প্রকাশ করছে। এখন সময় এসেছে পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

বক্তারা আরও বলেন, ‘বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত দিন যেসব মিথ্যা মামলা করেছে বলে অভিযোগ আছে, সেগুলোর তথ্য সংগ্রহ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি, সরকার যেন উচ্চপর্যায়ের একটি কমিটি করে মিথ্যা মামলার ব্যাপারে ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করে। এরপর মামলাগুলোর যেন বিচার বিভাগীয় তদন্ত হয়। পুনঃতদন্ত করলে হাজার হাজার মিথ্যা মামলা সামনে আসবে। ভুক্তভোগী পরিবারগুলো মুক্তি পাবে। তখন অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।’ রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক রিমন রহমান, ভুক্তভোগী রাজিব, সাংবাদিক মাসুদ রানা রাব্বানী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আ.লীগের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা সকল মামলা পুনঃতদন্তের দাবি

আপডেট সময় : ০১:১৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

আ.লীগের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা সকল মামলা পুনঃতদন্তের দাবি

আওয়ামী লীগ সরকারের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসব মিথ্যা মামলা করেছে বলে অভিযোগ রয়েছে, সেগুলোর পুনঃতদন্ত দাবি করা হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়েছে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে মিথ্যা মামলা সম্পর্কে অভিযোগ গ্রহণ এবং পরে মামলাগুলোর বিচার বিভাগীয় তদন্তের। রোববার (১ সেপ্টেম্বর) রাজশাহীতে এক ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এই দাবি করা হয়। নগরের রেলগেট এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। মানববন্ধন থেকে বক্তারা মিথ্যা মামলায় যারা হয়রানির শিকার হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, ২০১৯ সালের ২৩ অক্টোবর রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান সাদা পোশাকে নগরের গোরহাঙ্গা এলাকার বাসিন্দা মাসুদ রানা সরকারের বাড়ি যান এবং তাঁর ছেলে রাজিবকে মাথায় অস্ত্র ঠেকিয়ে নগরীর শিমলা বাগানে তুলে নিয়ে যান। এরপর মাহবুব মাসুদকে মোবাইল ফোনে বলেন, এখনই ৫ লাখ টাকা না দিলে তাঁর ছেলেকে ক্রসফায়ারে দেওয়া হবে। ভয়ে মাসুদ এসআই মাহবুবের হাতে ৫ লাখ টাকা তুলে দেন। কিন্তু তারপরও রাজিবকে ছাড়া হয়নি। পরদিন মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। দীর্ঘ ১৬ মাস কারাভোগের পর জামিনে রাজিব জামিন পান। মামলা এখনো চলমান।

মানববন্ধনে বক্তারা বলেন, এমন ভুক্তভোগী রাজিব হাজার হাজার আছে। আবার মাহবুবের মতো অসাধু পুলিশ কর্মকর্তাও রয়েছে অনেক। তারা সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। পরিবারগুলো মামলা টানতে টানতে হয়রান হয়ে পড়েছে। এত দিন তারা ভয়ে মুখ খুলতে পারেনি। এখন কথা বলার মতো পরিবেশ তৈরি হওয়ায় সবাই তাদের নির্যাতনের কথা প্রকাশ করছে। এখন সময় এসেছে পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

বক্তারা আরও বলেন, ‘বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত দিন যেসব মিথ্যা মামলা করেছে বলে অভিযোগ আছে, সেগুলোর তথ্য সংগ্রহ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি, সরকার যেন উচ্চপর্যায়ের একটি কমিটি করে মিথ্যা মামলার ব্যাপারে ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করে। এরপর মামলাগুলোর যেন বিচার বিভাগীয় তদন্ত হয়। পুনঃতদন্ত করলে হাজার হাজার মিথ্যা মামলা সামনে আসবে। ভুক্তভোগী পরিবারগুলো মুক্তি পাবে। তখন অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।’ রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক রিমন রহমান, ভুক্তভোগী রাজিব, সাংবাদিক মাসুদ রানা রাব্বানী প্রমুখ।