আ ন্দো ল নে শিক্ষার্থী নি হ তে র প্রতিবাদে দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ, মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

- আপডেট সময় : ০৫:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
আ ন্দো ল নে শিক্ষার্থী নি হ তে র প্রতিবাদে দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ, মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কোটা আন্দোলনে শিক্ষার্থী নিহতের প্রতিবাদ, কোটা সংস্কার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টার পরে দিনাজপুর শহরের লিলির মোড়ে একে এক ছোট ছোট মিছিলে জড়ো হতে থাকে সাধারণ ছাত্র-ছাত্রীরা এসময় তারা শ্লোগান দেয় কোটা না মেধা? মেধা মেধা। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। কোটা ছেড়ে কলম ধর, যোগ্যতার প্রমান কর। দফা এক দাবী এক, কোটা নট কাম ব্যাক। সারা বাংলা খবর দে, কোটা প্রথা কবর দে। আমার ভাই মরলো কেনো? প্রশাসনের জবাব চাই। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কোটা আন্দোলনে শিক্ষার্থী নিহতের সুষ্ঠু বিচার, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রতাহার, আন্দোলনরত শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বৈষম্যমূলক কোটা সংস্কারের এক দফা দাবি বাস্তবায়নে সরকারের কাছে জোর দাবি করেন। সেখানে তারা ২০ মিনিট ধরে অবস্থান করেন,পরে প্রশাসনের গাড়ী আসলে অবস্থান ত্যাগ করেন শিক্ষার্থীরা।

অপর দিকে একই সময়ে কোটা চলমান রাখার দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদ ও বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। দিনাজপুর প্রেসক্লাবের সামনে সাবেক ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এবং বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধাদের কোটা চলমান রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা চলমান কোটা বাতিলের আন্দোলনকে সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।