আস-সুন্নাহ’র উদ্যোগে বন্যা পরবর্তী পুর্নবাসনে ১৬০ ঘর প্রদান

- আপডেট সময় : ০৬:০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
আস-সুন্নাহ’র উদ্যোগে বন্যা পরবর্তী পুর্নবাসনে ১৬০ ঘর প্রদান
আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ও বাস্তবায়নে বন্যা পরবর্তী পুর্নবাসন প্রকল্প-২০২৪ এর আওতায় শেরপুরে ১৬০টি গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিক ভাবে ঘর প্রদান করা হয়েছে। রবিবার (১১ মে) দুপুরে ঝিনাইগাতী উপজেলার চাপাঝুড়া গ্রামের জংসের আলীকে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি প্রদানের মধ্যদিয়ে এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চার বিভাগের প্রধান মাহবুবুর রহমান চৌধুরী, প্রজেক্ট এক্সিকিউটিভ জুবায়ের ইবনে কামাল সহ স্থানীয় ভলান্টিয়ার ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গেলো বছরের ৪ অক্টোবর ভারত থেকে নেমে আসা ভয়াবহ পাহাড়ি ঢলের পানিতে শেরপুর জেলা সদর সহ সবগুলো উপজেলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। সেসময় আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যায় কবলিত ৩ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী, ১৯৯টি পরিবারকে ৪০ হাজার করে ৭৯ লাখ ৬০ হাজার নগদ টাকা প্রদান করে। পরবর্তীতে বেশীক্ষতিগ্রস্তদের ১৬০ টি পরিবারকে প্রায় ৩ লাখ টাকা ব্যায়ে দুই কক্ষ ও বারান্দা সহ সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়। ১৬০ টি ঘরের মধ্যে ঝিনাইগাতীতে-১০৫ টি, নালিতাবাড়ীতে-৪৯ টি, নকলায়-২টি এবং শেরপুর সদর উপজেলায়-৪ টি ঘর দেওয়া হয়।