আ’লীগের লগি-বৈঠার তান্ডব ও পল্টনে হত্যাকান্ডের বিচারের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

- আপডেট সময় : ১২:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে
আ’লীগের লগি-বৈঠার তান্ডব ও পল্টনে হত্যাকান্ডের বিচারের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ
২০০৬ সালের ২৮ অক্টোবরে আওয়ামী লীগের লগি-বৈঠার তান্ডব ও পল্টনে হত্যাকান্ডের বিচারের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জামায়াতে ইসলামী। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মালঞ্চি বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি মালঞ্চি বাজারের প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে রেল গেইটের পূর্ব পার্শ্বে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপজেলা জামায়াতের আমীর একেএম আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলার নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ, মওলানা মিজানুর রহমান নাটোরী, থানা ছাত্র শিবিরের সভাপতি মিঠু সরকার প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর চার দলীয় ঐক্যজোট আনুষ্ঠানিকভাবে ক্ষমতা স্থান্তরের প্রস্তুতি নিচ্ছিল সেসময় সারাদেশব্যাপী আওয়ামী সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে জামায়াত-শিবিরসহ সাধারণ মানুষের ওপর সন্ত্রসী হামলা চালিয়ে অনেককে হত্যা ও গুরুত্বর আহত করেছিল। তখন থেকেই এই আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছিল। সেই ২০০৬ থেকে ২০২৪ এর ৫ আগোস্ট পর্যন্ত যত হত্যা, অন্যায়, অত্যাচার আওয়ামীলিগ করেছে তার শাস্তি তাদেরকে পেতেই হবে। এ সময় আইনের মাধ্যমে স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার কঠিন শাস্তির দাবি জানান বক্তারা।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় দলটির উপজেলার সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, উপজেলা কর্ম পরিষদের সদস্য আব্দুর রব, থানা শিবিরের সেক্রেটারী শাহিন আলমসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।