আর ছুটে বেড়াতে হয়না, সার-বীজই কৃষকের কাছে আসে- সাংসদ বকুল
- আপডেট সময় : ০৯:৫৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১ ২৪১ বার পড়া হয়েছে
ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও কম্বাইন্ডহার্ভেষ্টার মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুম এমপি বলেন, ভালো সার-বীজ এর জন্য কৃষকদের আর ছুটে বেড়াতে হয়না, সার-বীজই এখন তাদের কাছে আসে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ প্রধান হওয়ায় এসকল কাজ সম্ভব হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের জিমনেশিয়াম হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুচ আলী, পৌর আ’লীগের সভসপতি নুরুল ইসলাম ঠান্টু।
বাগাতিপাড়া উপজেলার ১টি পৌরসভা ও ৫ টি ইউনিয়নে ৪৮০ জনকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি ও ৮০ জনকে ৮ কেজি খেসাড়ী বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি পটাশ সার বিতরণ করা হয়।
এসময় একজন কৃষক মেহেদী হাসান কে ৫০ শতাংশ ভূর্তকীমূল্যে ১৪ লাখ টাকা মূল্যের একটি কম্বাইন্ডহার্ভেষ্টার মেশিন বিতরণ করা হয়।
আরশাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী। এছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জান ও ফারহানা কনক, জেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।