আমি এমপি হলে দেখিয়ে দিব, একটা এমপি কতটা উন্নয়ন করতে পারে-তাইফুল ইসলাম টিপু
- আপডেট সময় : ০৩:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
আমি এমপি হলে দেখিয়ে দিব, একটা এমপি কতটা উন্নয়ন করতে পারে-তাইফুল ইসলাম টিপু
কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, আমি যদি এমপি হই, আল্লাহ যদি এই জনপদের আমাকে এমপি হওয়ার সুযোগ দেন, তাহলে একজন এমপি নিজের এলাকায় কতটা উন্নয়ন করতে পারে তা দেখিয়ে দিব। একটা এমপি কত ধরনের উন্নয়নমূলক কাজ করতে পারে তাও দেখিয়ে দেবো। আপনারা শুধু আমার সাথে থাকবেন, আমার জনয দোয়া করবেন দল যেনো আমাকে আগামী নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়। শনিবার (৭ ডিসেম্বর) বিকালে নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলার তমালতলা মহিলা কলেজ মাঠে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু।
এসময় টিপু বলেন, আগামী দিনের ৩১ দফা ঘোষনা করেছেন আমাদের নেতা তারেক রহমান। এই ৩১ দফা বাস্তবায়ন হলে শুধু লালপুর-বাগাতিপাড়া নয় সারাদেশের মানুষের ভাগ্যোন্নয়ন হবে। বাংলাদেশ আমেরিকার মতো মডেল রাষ্ট্রে পরিণত হবে।
তিনি আরো বলেন, আমরা সেই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে চাই। বেগম খালেদা জিয়ার রক্ত ঘামের বিনিময়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ নারী শিক্ষার উন্নয়ন হয়েছে। তিনি বলেন, এই জনপদে অনেকেই এমপি হয়েছেন, কিন্তু কেমন উন্নয়ন হয়েছে তা আপনারাই পরিমাপ করবেন।
বাগাতিপাড়া সদর ইউনিয়ন বিএনপির একাংশের আহবায়ক মতিউর রহমান মতিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদ্য সাবেক মেয়র অধ্যক্ষ শরিফুল ইসলাম লেলিন। থানা যুবদলের যুগ্ম আহবায়ক হানিফুর রহমান হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নাটোর জেলা কৃষক দলের সাবেক আহবায়ক শ্রী যুক্ত বাবু রঞ্জিত কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনসার আলী সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম সরকার প্রমুখ।