আমার ভাইয়ের র ক্তে র ওপর দিয়ে গিয়ে সংলাপে বসতে পারিনা-আন্দোলনকারী শিক্ষার্থী
- আপডেট সময় : ০৯:০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
আমার ভাইয়ের র ক্তে র ওপর দিয়ে গিয়ে সংলাপে বসতে পারিনা-আন্দোলনকারী শিক্ষার্থী
নাটোরের বাগাতিপাড়ায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বলেছেন, আজ সরকার প্রধান আমাদের সংলাপে বসার জন্য আহ্বান জানাচ্ছেন। কিন্তু এখন সংলাপে বসার আর কিছুই নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের এক বক্তব্যের বিবৃতি দিয়ে তারা বলেন, আমাদের ভাইদের রক্তের ওপর দিয়ে গিয়ে আমরা সংলাপে বসতে পারিনা। সারা দেশে এক দফা দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের ডাকে রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই অসহযোগ আন্দোলনে কিছু অভিভাবকেও দেখা যায়।
এ সময় বক্তারা আরও বলেন, এই স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছারবেন না। পরে আগামীকাল সোমবার (৫ আগস্ট) আবারও একই স্থানে একই কর্মসূচী পালনের ঘোষনা এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শেষ করেন শিক্ষার্থীরা।
শুরুতে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার শিক্ষার্থীরা স্যাপার কলেজ গেটের সামনে জড়ো হয়ে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি পার্শ্ববর্তী লালপুর উপজেলার ধুপইল বাজার হয়ে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট গেট সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো স্যাপার কলেজ গেটের সামনে দয়ারামপুর বাজারের সড়কের তিন মাথা মোড়ে অবস্থান করে। এসময় সেখানে তারা এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে। প্রায় দেড় ঘন্টা ব্যাপি অবস্থান কর্মসূচীতে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত-বৃথা যেতে দেবো না’ ‘এক দফা এক দাবি এক-হাসিনার পদত্যাগ’ ‘এক দফা এক দাবি-হাসিনা তুই কবে যাবি’ সহ বিভিন্ন শ্লোগান দেন।
এদিকে শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের বিক্ষোভ চলাকালে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দয়ারামপুর বাজারে বিক্ষোভ সমাবেশের পাশে অবস্থান করেন।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) নান্নু খান বলেন, শিক্ষার্থীরা প্রায় দেড় ঘন্টা ব্যাপী তাদের কর্মসূচী পালন করেছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিহত করার লক্ষে পুলিশ বাহিনী মাঠেই ছিল।